মনিরুল ইসলাম শামিম, বাহুবল থেকে ॥ বাহুবলে আনন্দ-উৎসবে সপ্তদশ একুশে বইমেলার সমাপ্তি ঘটেছে। ১৭ ফেব্র“য়ারি থেকে শুরু হওয়া ৫ দিন ব্যাপি এ মেলা গতকাল ২১ ফেব্র“য়ারি বুধবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মেলার সমাপ্তি ঘটে। শেষ দিনে বইমেলা প্রাঙ্গণে মানুষের ঢল নেমেছিল। তা সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আরো বেড়ে যায়।
বিকেলে মেলায় তিল ধারণের ঠাঁই ছিল না। সন্ধ্যার পর মেলায় দর্শনার্থীদের ভিড় ছিল সবচেয়ে বেশি। বইমেলায় মানুষের ঢল নামে মূলত সকাল দশটার পরে। সাদাকালো শাড়ি ও পাঞ্জাবি পরে এসেছিলেন ছেলে-মেয়েরা।
গালে, কপালে, পোশাকে ছিল বর্ণমালা। এরপর বেলা যত বেড়েছে মানুষের স্রোত তত বেড়েছে। বইপ্রেমীদের ভিড়ে মেলা প্রাঙ্গণ হয়ে উঠেছিল লোকারণ্য। এবারের মেলায় বুক স্টলগুলোতে রেকর্ড সংখ্যক বই বিক্রি হয়েছে। এতে স্টল মালিকদের মুখে ফুটেছে হাসি। দর্শকদের উপচেপড়া ভিড় দেখে বুক স্টল মালিকরা মেলাটিকে আরও ২ দিন সময় বাড়ানোর প্রস্তাব করলে মেলা উদযাপন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন আগামী বছরের মেলাকে ৭ দিন ব্যাপি করার আশ্বস্থ প্রদান করেন।
দিনের শুরুতে অমর ২১শে ফেব্র“য়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সূর্যদ্বয়ে বাহুবল উপজেলা পরিষদের শহিদ বেদীতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিনের নেতৃত্বে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বাহুবল মডেল থানা, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা জাতীয় পার্টি, বাহুবল মডেল প্রেস ক্লাবসহ বিভিন্ন শ্রেণি পেশার সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। পরে বিকাল ৪টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিনের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিষ কর্মকারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আলোচনা উপ-কমিটির আহ্বায়ক ও বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর। বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার রেজাউল করিম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ কুটি, জেলা তরুণলীগ নেতা সাহাবউদ্দিন, উপজেলা আওয়ামীলীগ নেতা এম এ মজিদ তালকুদার, মখলিছুর রহমান, মোঃ আয়াত আলী, বাহুবল মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম. শামছুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান জুয়েল, উপজেলা ছাত্রলীগ সভাপতি জুনায়েদ আহমেদ, উলামালীগ নেতা শফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহ্বায়ক শামীনুর রহমান প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মোঃ নূরুল আমীন, গীতা পাঠ করেন পশ্চিম ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ ভট্টাচার্য্য।
সন্ধ্যা ৭টায় স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা ও সবশেষে বইমেলার আকর্ষনীয় র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। ড্র শেষে র্যাফেলে মোটরসাইকেল বিজয়ী শিক্ষক অপু আচার্য্যসহ ১০ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এ বছর মেলায় ৩১টি বুক স্টল অংশগ্রহণ করে। এরমধ্যে ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন বাহুবল (ইউসেব) পরিচালিত “একুশে” সেরা বুক স্টল হিসেবে নির্বাচিত হয়। এছাড়াও ইসলামী বই বিতণী দ্বিতীয় ও কিশলয় বুক স্টল তৃতীয় স্থান অর্জন করে।