মা! ও মা! তুমি কি আমার ডাক শুনতে পাচ্ছ? তুমি বিশ্বাস কর মা, আমি আর কাঁদব না।আমায় ফাকি দিয়ে চলে গেছ বলে।তোমায় রাতের আঁধারে লক্ষ্য কোটি তারার মাঝে খুঁজতে খুঁজতে আর কাঁদব না। মা! ও মা! বিশ্বাস কর মা! আমি একটুও আর কাদবনা! জীবনে চলার পথে কোন পাথরে হোঁচট খেয়ে পড়ে গিয়ে আর কাঁদব না।
মাগো! বিশ্বাস কর মা! আমি আর একটুও কাঁদব না। তোমার শুন্য বিছানাটার কোনে মাথা রেখে বাচ্চা মানুষের মত ঠোঁট উলটিয়ে আর কাঁদব না। মাগো! আমি কাঁদব না। রান্না ঘরের দরজা ধরে তোমার সাজানো গোছান সংসারটা একলা দেখে ফুঁপিয়ে ফুঁপিয়ে আর কাঁদব না।মা! আমি তোমার দেখানো পথে চলতে গিয়ে তোমার অভাব অনুভব করে ডুকরে কেঁদে উঠবো না। তোমার আদর্শ, তোমার ভালোবাসা, তোমার স্বপ্ন কে বাস্তবায়ন করতে আমি এগিয়ে যাবো।একটুও কাঁদব না মা।আমি মানুষের মত মানুষ হব। মা! ও মা! তোমার কোলে মাথা রেখে আর কাঁদতে পারবোনা এটা ভেবেও আর কাঁদব না।আমি কাঁদতে ভুলে যাবো। কে জানি আমাকে বলেছে কাঁদলে মায়ের আত্মা কষ্ট পায়।মাগো! আমি তোমাকে কষ্ট দিতে পারবনা।সারাজীবন তুমি আমার জন্য এত কষ্ট করলে, আমি এতটুকু করতে পারবোনা। আমি আর কাঁদব না। কখনো না। কোনদিন ও না।মাগো তুমি যেখানেই থাকো যেভাবেই থাকো ভাল থাকো।
( সেই সব পাঠকদের জন্য যারা মাকে হারিয়েছেন,আর তাদের জন্য যারা এখনো মায়ের ভালবাসাটা বুঝতে পারেননি )
লেখক : সাখাওয়াত হোসেন টিটু