হবিগঞ্জ প্রতিনিধি :মহান ২১ ফেব্র“য়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি বিনম্্র শ্রদ্ধা জানাতে বৃন্দাবন সরকারি কলেজ এ অবস্থিত হবিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে হাজার হাজার মানুষের ঢল নামে। সকল শ্রেণী পেশার লোকজন জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
রাত ১২টা ১ মিনিটে সর্বপ্রথম জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান, হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মোঃ আবু জাহির, আব্দুল মজিদ খান, জেলা প্রশাসক মনীষ চাকমা, পুলিশ সুপার বিধান ত্রিপুরা, বৃন্দাবন সরকারী কলেজের অধ্যক্ষ ইলিয়াস হোসেন।
এরপর জেলা আওয়ামীলীগ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট, হবিগঞ্জ প্রেস ক্লাব, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন, হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম, হবিগঞ্জ পৌর আওয়ামীলীগ, জেলা যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, জেলা বঙ্গবন্ধু যুব পরিষদ, জেলা শ্রমিকলীগ, জেলা ছাত্রলীগ, বৃন্দাবন সরকারী কলেজ ছাত্রলীগ, হবিগঞ্জ জেলা তাতীলীগ, রোটার্যাক্ট ক্লাব অব সেন্ট্রাল, জেলা প্রাক্তন সৈনিক সংস্থাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।
শহীদদের প্রতি বিনম্্র শ্রদ্ধা জানাতে গতকাল রাত ১০টা থেকেই বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা পুস্পস্তবক সহকারে শহীদ মিনার প্রাঙ্গনে ভীড় জমায়। ১২টা১ মিনিটের পর থেকে শুরু হয় পুস্পস্তবক অপর্ন। এতে করে ফুলে ফুলে ভরে যায় শহীদ মিনার। এদিকে, শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করাকে কেন্দ্র করে শহীদ মিনারের আশপাশে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন ছিল। একই সাথে কঠোর নিরাপত্তার বলয় ছিল বৃন্দাবন কলেজ প্রাঙ্গণে।