হবিগঞ্জ প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে হবিগঞ্জে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ নেতাকর্মী গুলিবিদ্ধসহ অন্তত ৫0 জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে শহরে হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জিকে গউছের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করে। এ সময় বাধা দিলে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে জেলা যুবলদলের সাধারণ সম্পাদক ইলিয়াছসহ ২০ জন গুলিবিদ্ধসহ অন্তত ৩৫ জন আহত হয়।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক জানান, বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। পুলিশ পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করলে নেতাকর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টি করে। এসময় পুলিশ ৫৪ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিস্তারিত পরে জানানো হবে।
এদিকে, বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, বিক্ষোভ মিছিলে লাঠিচার্জ এবং রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ। এ সময় মেয়র গউছকে আটক করলেও পরে ছেড়ে দেয়।