হবিগঞ্জ প্রতিনিধি : মাধবপুরে আব্দুল হাই হত্যা মামলায় পরোয়ানাভুক্ত আসামি সফর আলীকে (৪৫) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে র্যাব-৯ সিলেট ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান এ তথ্য জানান। এরআগে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মৌলভীবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
সফর মাধবপুর উপজেলার মোজপুর গ্রামের আপন আলীর ছেলে।
মনিরুজ্জামান বলেন, ২০১৫ সালের জানুয়ারিতে সফর ও তার সহযোগীরা ওই গ্রামের আব্দুল হাইকে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করেন।
তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল হাই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন বলে সফর স্বীকার করেছেন। পরে তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, হত্যাকাণ্ডের পর থেকেই সফর পলাতক ছিলেন।