স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, বাংলাদেশের সকল ক্ষেত্রে উন্নয়নের পাশাপাশি সংস্কৃতির উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। আর এই উন্নয়নকে ধরে রাখতে সকল শিক্ষার্থীকে বই পড়ার পাশাপাশি বাংলাদেশের সংস্কৃতি এব ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। তাহলেই দেশকে আরো এগিয়ে নেয়া সম্ভব।
শনিবার সকাল ১১টায় শায়েস্তাগঞ্জের জহুর চান বিবি মহিলা কলেজে ২ দিনব্যাপী পিঠা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরো বলেন, বাংলাদেশের সকল ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরতে সরকার কাজ করছে। দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখতে সবইকে আন্তরিক হতে হবে।
এমপি আবু জাহির বলেন, বর্তমান সরকারের আমলে আমরা হবিগঞ্জকে শিক্ষাক্ষেত্রে অনেক দূর এগিয়ে নিয়েছি। ভবিষ্যতেও এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকারের সকল উদ্যোগকে সফল করতে সকলেরই আন্তরিকভাবে কাজ করা প্রয়োজন। এমপি আবু জাহির পিঠা উৎসব আয়োজনের জন্য জহুর চান বিবি মহিলা কলেজে কর্তৃপক্ষের প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
জহুর চান বিবি মহিলা কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আব্দুল কবিরের সভাপতিত্বে পিঠা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাবেক সচিব অশোক মাধব রায়, পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া, জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, জহুর চান বিবি মহিলা কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল কবির, অধ্যক্ষ বিশ^জিৎ পাল, শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আজিজুল হাসান চৌধুরী শাহীন কবির কলেজের অধ্যক্ষ জালাল উদ্দিন শাওন, শায়েস্তাগঞ্জ থানার ওসি মোঃ নাজিম উদ্দিন প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন ব্রাহ্মনডুরা ইউনিয়নের চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়া, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মুজিবুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলম কাউন্সিলর, কামরুজ্জামান আল রিয়াদ, ইংল্যান্ড প্রবাসী আব্দুল হান্নান তরফদার মাসুদ, বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান, দাতা সদস্য ইদ্রিস মিয়া, গভর্নিং বডির সদস্য কাজী আব্দুল আউয়াল মামুন, সাবেক প্যানেল মেয়র রাহেল মিয়া সরদার, প্রভাষক জালাল উদ্দিন রুমী, শাহীন মিয়া, রফিকুল ইসলাম, ফয়সল আহমেদ, লুৎফুর রহমান, মুজিবুর রহমান, মহিউদ্দিন আহমেদ, কৃষক লীগ নেতা শাহজাহান চৌধুরী সেজু, পৌর ছাত্রলীগের আহবায়ক মাসুক আহমেদ, কলেজ ছাত্রলীগের সভাপতি জয়নাল সরদার, সাংগঠনিক সম্পাদক নুরুল হক লিটন, লুৎফুর রহমান, সৈয়দ সৈকত আহমেদ প্রমুখ।
জহুর চান বিবি মহিলা কলেজের শিক্ষক জালাল উদ্দিন রুমি জানান, উৎসবে বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রীরা ২৯টি পিটার স্টল নিয়ে বসেছে। স্টলগুলোতে গ্রামীণ ঐতিহ্যবাহী শতাধিক রকমের পিঠা তুলা হয় তিনি আরো জানান রবিবার (১৮ ফেব্রুয়ারী) বিকালে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উৎসবের সমাপ্তি ঘটবে। সমাপনী অনুষ্ঠানে স্টলগুলোর মাঝে পুরস্কারও বিতরণ করা হবে।