হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে ডাকাত-পুলিশ সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের গুলিতে ২ ডাকাত আহত হয়। পুলিশ অভিযান চালিয়ে ৬ ডাকাতকে আটক করেছে।
শুক্রবার ভোররাতে সদর উপজেলার শংকরপাশা গ্রামে এ ঘটনা ঘটে। আহত দুই ডাকাতকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বাহারের বাড়িতে বসে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ভোররাতে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা তাদের উপর আক্রমণ করে। এ সময় পুলিশ গুলি ছুড়লে বাহার ও ফরহাদ গুলিবিদ্ধ হয়। অন্যরা পালিয়ে যাওয়ার সময় পুলিশ গুলিবিদ্ধ ২ জনসহ ৬ ডাকাতকে আটক করে। পরে পুলিশ বাহারের ঘর তল্লাশী করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে।
আটককৃতরা হলেন- হবিগঞ্জ সদর উপজেলার চারিনাও গ্রামের লীলু মিয়ার পুক্র বাহার মিয়া (৩৪), তার ভাই আব্দুল আওয়াল (২০), একই গ্রামের জিতু মিয়ার পুত্র ইউনুস মিয়া (৩৫), সাজন মিয়ার পুত্র ফরহাদ মিয়া (২১), শফর আলীর পুত্র মানিক মিয়া (৪৮) ও আব্দুল করিম মিয়ার পুত্র দুলাল মিয়া।
সদর থানার এসআই কামাল আহমেদ জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশের উপর হামলা চালায়। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে ২৩ রাউন্ড রাবার বোলেট নিক্ষেপ করে।
তিনি বলেন- আটকৃতদের বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। এর মধ্যে দুইজন ডাকাতি মামলায় সাজাপ্রাপ্তও রয়েছে। বর্তমানে আহত দুই ডাকাত হবিগঞ্জ সদর হাসপাতলে পুলিশ পাহারায় চিকিৎসাধিন রয়েছে।