বাহুবল প্রতিনিধি: বাহুবলে চা বাগানের ভূমি দখলমুক্ত করাকে কেন্দ্র করে পুলিশ-গ্রামবাসী সংঘর্ষে ঘটনায় দুই মামলায় ৩৫০ লোককে আসামী করা হয়েছে।
এ ঘটনায় এ পর্যন্ত আমির উল্লা নামে একজনকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতার এড়াতে গ্রামটি প্রায় পুরুষশূন্য হয়ে পড়েছে। এদিকে, সংঘর্ষে গুলিবিদ্ধদের মাঝে আবদাল মিয়া ও ইদ্রিছ মিয়ার অপারেশন সম্পন্ন হয়েছে এবং হাবিব উল্লা অপারেশনের অপেক্ষায় আছেন। গুলিবিদ্ধ এ তিনজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন আছেন।
গত বুধবার উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের নিকটবর্তী সরকারি খাস খতিয়ানভূক্ত প্রায় ১৭ একর ভূমির স্থাপনা উচ্ছেদকালে পুলিশ ও সুন্দ্রাটিকি গ্রামবাসীর মাঝে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধসহ ২০ আহত হয়। দিনভর ঘটনাস্থলে ধাওয়া-পাল্ট ধাওয়া ও সংঘর্ষের পর বিকেলে পুলিশের সহায়তায় প্রশাসন উক্ত ভূমিতে নির্মিত কয়েকটি স্থাপনা উচ্ছেদ করে জব্দকৃত মালামাল স্থানীয় ইউপি কার্যালয়ের গোদামে সংরক্ষণ করে। বুধবার রাতে ওই ঘটনার সাথে জড়িত সন্ধেহে সুন্দ্রাটিকি গ্রামের মৃত আব্দুল কাদিরের পুত্র আমির উল্লাকে গ্রেফতার করে। এ ঘটনার প্রেক্ষিতে পুলিশের এসআই মফিজুল হক বাদী হয়ে বাহুবল মডেল থানায় ২৫ জনের নাম উল্লেখসহ ২ শতাধিক এবং রামপুর চা বাগানের ম্যানেজার শফিক মিয়া বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখসহ শতাধিক লোকের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করেন।
বৃহস্পতিবার ঘটনাস্থল ঘুরে থম থমে পরিস্থিতি লক্ষ্য করা যায়। ঘটনাস্থলে পুলিশের অবস্থান লক্ষ্য করা গেলেও সুন্দ্রাটিকি গ্রাম ঘুরে পুরুষ মানুষের দেখা মেলেনি। বাড়িঘরে শিশু-কিশোর ও মহিলারা অবস্থান করছেন।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী জানান, বিবদমান ভূমির অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। সরকারি কাজে বাঁধাদান ও লীজকৃত ভূমি দখল চেষ্টার মামলায় গ্রেফতার অভিযান অব্যাহত আছে।