স্টাফ রিপোর্টার: ১৪ ফেব্রুয়ারী বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে স্বপ্নের ঢেউ ফাউন্ডেশন অব বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখা ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে ।
১৪ ফেব্রুয়ারী বুধবার সকাল ১১টায় মৌলভীবাজার জেলা প্রেসক্লাবের সামনে
বিশ্ব ভালোবাসা দিবস নামে,বেহায়াপনা কে না বলি এই শ্লোগানকে সামনে রেখে
স্বপ্নের ঢেউ ফাউন্ডেশন অব বাংলাদেশ, মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে ও
রেড ক্রিসেন্ট সোসাইটি,মৌলভীবাজার ইউনিটে সহযোগিতায় ফ্রি ব্লাড গ্রুপিং কার্যক্রম শুরু হয়। চলে বিকাল ৫টা পর্যন্ত।
এসময় উপস্থিত ছিলেন, স্বপ্নের ঢেউ ফাউন্ডেশন অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ শাহেদ আলী,মৌলভীবাজার জেলা শাখার সভাপতি হাজ্বী মো: শাহ আলম,সাধারণ সম্পাদক বুরহান উদ্দীন রূপক, অর্থ সম্পাদক কাইয়ুম বখস শিপন,
দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম,সহ সাধারণ সম্পাদক জবলু আহমদ,আজীবন সদস্য সাংবাদিক বদরুল আলম চৌধুরী প্রমুখ ।উক্ত ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কার্যক্রমের প্রায় দুই শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।