চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব বিভাগ এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ভূমিকম্পের উপর গবেষণা কাজ অনুষ্ঠিত হয়।
উক্ত গবেষণা পরিচালনার অংশ হিসেবে বাংলাদেশের মানিকগঞ্জ হতে সিলেটের জকিগঞ্জ পর্যন্ত বিভিন্ন স্থানে ভূমিকম্পের সাইসনোমিটার ও জিপিএস মিটার স্থাপনের কাজ চলছে। এ উপলক্ষে সোমবার বিকালে চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকার কালেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের উপরে ভূমিকম্প রোধে মিটার স্থাপন করা হয়েছে।
এ কাজে রয়েছেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের লামন্ট গবেষণা অধ্যাপক ও আমেরিকান নাগরিক মাইকেল এস. স্কেকলার (পিএইচডি) ও ফেইথ উইলিয়াম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব বিভাগের ছাত্র সুনজু সিংহ, চুনারুঘাট উপজেলা যুবলীগ নেতা সাংবাদিক ফারুক মাহমুদ সহ অন্যন্যরা। এছাড়াও উপজেলার গরমছড়িতে ভূমিকম্প রোধে মিটার স্থাপন করা হয়েছে।