মোঃ সুমন আলী খান ॥ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে অ্যাসিসটিভ ডিভাইস বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদের হল রুমে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের ৬ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মধ্যে অ্যাসিসটিভ ডিভাইস বিতরন করা হয়।
নবীগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আতাউল গণি ওসমানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত অ্যাসিসটিভ ডিভাইসগুলো বিতরন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, কেন্দ্রীয় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সমাজ কল্যাণ সম্পাদক ডাঃ নাজরা চৌধুরী, দৈনিক বিবিয়ানা’র বার্তা সম্পাদক মতিউর রহমান মুন্না।
এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির সাব কম্পোনেন্ট একীভূত শিক্ষা কার্যক্রম বাস্তবায়নে নিমিত্তে ২০১৬-১৭ অর্থ বছরের উপজেলা পর্যায়ে “ইউপেপ” এর মাধ্যমে একীভূত শিক্ষা কার্যক্রমের আওতায় ৬ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে অ্যাসিসটিভ ডিভাইস (হুইল চেয়ার ও চশমা) বিতরন করা হয়।