বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে অফিসার্স ক্লাব ব্যাডমিন্টন টুর্নামেন্টের জাকজমকপূর্ণ ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিরতণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৭টা থেকে শুরু হওয়া খেলায় রায়নুল ইসলাম রাহাত ও রুমন চন্দ্র রায়ের দল চ্যাম্পিয়ন, সুমন হোসেন ও সাইফুল ইসলাম সানির দল রানার্সআপ হওয়ার গৌরভ অর্জন করে। ফাইনাল ম্যাচের আগে টুর্নামেন্টের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচে কনক দেব মিঠু ও আমজাদ হোসেন ভূইয়ার দলকে হারিয়ে ইয়াছিন রাসেল ও রাজিবুর রহমান রাজুর দল তৃতীয় স্থান লাভ করে। খেলা পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মুশফিক হোসেন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অফিসার্স ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হোসেন শাহের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, বাহুবল-নবীগঞ্জ সার্কেলের দায়িত্বরত এএসপি নাজিম উদ্দিন, ইন্সপেক্টর বিশ্বজিৎ দেব, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, ইন্সপেক্টর (তদন্ত) গোলাম দস্তগীর, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, সাধারণ সম্পাদক এম. শামছুদ্দিন, ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম, শামছুদ্দিন তারা মিয়া, সাইফুদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুহেল আহমেদ কুটি, উপজেলা কৃষি অফিসার রেজাউল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা আমজাদ হোসেন ভুইয়া, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিষ কর্মকার, সমবায় কর্মকর্তা মমতাজুর রহমান, শিক্ষা কর্মকর্তা আব্দুল মজিদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফ হোসেন, পজীপ কর্মকর্তা সুমন হোসেন, পাবলিক হেলথ কর্মকর্তা রুমন চন্দ্র রায়, উপজেলা জাইকা প্রকল্পের সমন্বয়ক শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম. রশিদ আহমেদ, উপজেলা আওয়ামলীগ নেতা মখলিছুর রহমান, এম এ মজিদ তালুকদার, জাপা নেতা মাসুক আহমেদ, সাংবাদিক ফয়সল আহমেদ চৌধুরী তাইনুছ, মনিরুল ইসলাম শামিম, কিশলয় জুনিয়র হাই স্কুলের অধ্যক্ষ জামাল আহমেদ, উপজেলা যুব উন্নয়নের ক্রেডিট সুপারভাইজার জহিরুল ইসলাম, উপজেলা পরিষদের সিএ কনক দেব মিঠু, আব্দুর রউফ মোমেন, মাহিদুল আলম প্রমুখ। খেলায় ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেন শিক্ষক সমরেশ ভট্টাচার্য্য। পুরস্কার বিতরণী ও আলোচনা সভা শেষে অফিসার্স ক্লাবের আয়োজনে সকল অতিথিদের জন্য ভুড়ি ভোজনের আয়োজন করা হয়।