হবিগঞ্জ প্রতিনিধি : সিলেটের বিছানাকান্দিতে পাথর কোয়ারি ধসে পাথরের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছে রোহেল আহমদ (২২) নামে এক শ্রমিক।
গত শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কুলুমছড়াপাড় গোচর এলাকার সৃষ্ট সজিব মিয়ার কোয়ারিতে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল আহমদ নবীগঞ্জ উপজেলার ছোট সাকুয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সরকারি জমির মালিকানা ওই কোয়ারি থেকে পাথর উত্তোলন করছিলো শ্রমিকরা। এ সময় কোয়ারি ধসে পাথর চাপা পড়ে মারা যান রোহেল।
সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন ডেইলি সিলেটকে বলেন, পাথর উত্তোলন করতে গিয়ে পাথর চাপা পড়ে ওই শ্রমিক। হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। গত ২৮ জানুয়ারি দুপুরে বিছনাকান্দিতে সরকারি জমিতে পাথর উত্তোলনের সময় ভূমিধসে আলী নুর নামে এক শ্রমিক নিহত ও সাতজন আহত হন।