হবিগঞ্জ প্রতিনিধি : বাহুবল উপজেলার ভাদেশ্বর এলাকা থেকে ইট ভাটায় নেওয়ার সময় জ্বালানি কাঠ বোঝাই একটি ট্রাক আটক করেছে বন বিভাগ। তবে এসময় চালক পালিয়ে যায়।
রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেলে হবিগঞ্জের সহকারী বন সংরক্ষক মাসুদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
তিনি জানান, ইট ভাটায় জ্বালানি কাঠ ব্যবহার করা অবৈধ হলেও তাদের কাছে খবর ছিল বাহুবলের বেশ কয়েকটি ইট ভাটায় কাঠ ব্যবহার করা হচ্ছে। সেই খবরের ভিত্তিতে অভিযানকালে ট্রাকটি আটক করা হয়। এতে ২৫০ সিএফটি জ্বালানি কাঠ রয়েছে। পরে বন বিভাগের লোকজন ট্রাকটি চালিয়ে বন বিভাগের চুনারুঘাট অফিসে নিয়ে আসে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।