বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে গ্রীণ পার্ক স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, মেধা বৃত্তি প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে অধ্যক্ষ মোঃ ইসহাক মিয়ার সভাপতিত্বে ও সহকারি শিক্ষক আল মুমিন মোঃ সিদ্দিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন।
বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী মাওলানা আব্দুল বারি আনছারী, যুক্তরাজ্য প্রবাসী সফিক হাসান, সিলেট বেতারের উপ-পরিচালক আব্দুল হক, ওয়ান ব্যাংক সিলেট শাখার রিলেশন ম্যানেজার আব্দুল আজিজ, নবীগঞ্জ পৌরসভার উপ-প্রকৌশলী শহিদুল হক, উপাধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস প্রমুখ।