চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট উপজেলার বনগাঁও থেকে সমুজ আলী (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। এসময় তার কাছ থেকে ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। সে বাহুবল উপজেলার লামাতাশী ইউনিয়নের স্বর্ণরেখ গ্রামের মৃত আব্দুল হকের পুত্র। গতকাল বুধবার রাত ৯টার সময় ডিবির এসআই সুদ্বিপ রায়ের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে সমুজ আলী ওরপে দয়াল শাহকে আটক করে। এসময় তার কাছ থেকে ২১ বোতল ওসিবলো ভারতীয় মদ ও ১১ বোতল হুইস্কি ও ৪ বোতল নাইন থাউজেন বিয়ার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য অর্ধ লক্ষ টাকা হইবে। সে দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে ওই ব্যবসা করে আসছিল বলে জানায়।