নবীগঞ্জ(হবিগঞ্জ)সংবাদদাতা: নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ীর পুলিশ ১ বছরের সাজা প্রাপ্ত আসামী আব্দুল হাই (৫০) নামে এক এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে। সে ইনাতগঞ্জ ইউনিয়নের বোরহানপুর গ্রামের মৃত আরমান আলীর পুত্র।
বুধবার দুপুরে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ীর ইনচার্জ সামছুদ্দিন খাঁন,নবাগত এসআই ওমর ফারুক ও এ এসআই সোহেল দেব এর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গোলডুবা বাজার থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়,গ্রেফতারকৃত আব্দুল হাই বিরুদ্ধে চেক জালিয়াতির মামলায় মাননীয় আদালত কর্তৃক ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করার পর সে আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।