হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলায় নতুন হালনাগাদে প্রায় অর্ধলাখ ভোটার বৃদ্ধি পেয়েছে। এ জলোর ৪টি আসনে একাদশ সংসদ নির্বাচনে ১৪ লাখ ১২ হাজার ২১১ জন ভোটার তাদের ভোট প্রদান করতে পারবে। তবে পুরুষের তুলনায় নারী ভোটার সংখ্যা বেশি। পরুষ ভোটার সংখ্যা ৭ লাখ ৩ হাজার ৯৩৫ জন এবং নারী ভোটার ৭ লাখ ৮ হাজার ২৭৬ জন। হিসেবে জেলায় ৪ হাজার ৩৪১ জন নারী ভোটার বেশি।
শংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি বছরের ৩১ জানুয়ারী পর্যন্ত চুড়ান্তভাবে উল্লেখিত সংখ্যক ভোটারকে নিবন্ধন করা হয়েছে।
এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী জানান, ২০১৭ সালের পূর্বের হালনাগাদের ভোটার সংখ্যা ছিল জেলায় ১৩ লাখ ৭১ হাজার ৪৭১ জন। কিন্তু চলতি বছরের ৩১ জানুয়ারী পর্যন্ত হালনাগাদে ৪০ হাজার ৭৪০ জন ভোটার বৃদ্ধি পেয়ে এর সংখ্যা দাড়িয়েছে ১৪ লাখ ১২ হাজার ২১১ জন। আগামী একাদশ সংসদ নির্বাচনে ওইসব ভোটার তাদের পছন্দে প্রার্থীকে ভোট দিতে পারবেন।
উপজেলাওয়ারী হালনাগাদ ভোটার সংখ্যা হলো- বাহুবল উপজেলায় ১ লাখ ২৮ হাজার ২৩৪ জন, নবীগঞ্জ উপজেলায় ২ লাখ ৩১ হাজার ৭৯৪ জন, বানিয়াচং উপজেলায় ২ লাখ ৩০ হাজার ১৫৬ জন, আজমিরীগঞ্জ উপজেলায় ৭৯ হাজার ৭৫৩ জন, হবিগঞ্জ সদর উপজেলায় ২ লাখ ১৪ হাজার ৬৩৭ জন, লাখাই উপজেলায় ১ লাখ ৫ হাজার ১৪ জন, চুনারুঘাট উপজেলায় ২ লাখ ৩ হাজার ৩৩১ জন ও মাধবপুর উপজেলায় ২ লাখ ১৯ হাজর ২৯২ জন ভোটরকে নিবন্ধণ করা হয়েছে।