শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :বাংলাদেশ মানবাধিকার কমিশন শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শতাধিক শীতার্ত লোকজনের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব হলরুমে কম্বলগুলো বিতরণ করে দেওয়া হয়। শীত নিবারণে কম্বল উপহার পেয়ে শীতার্তরা সন্তোষ প্রকাশ করেছেন।
এ উপলক্ষে মানবাধিকার কমিশন শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুর রকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন- শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কামরুল হাসান, মানবাধিকার কমিশন উপজেলা শাখার সহ-সভাপতি গাজীউর রহমান ইমরান, যুগ্ম-সম্পাদক আর এইচ শাহীন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হক রেনু, শাখাওয়াত হোসেন টিটু, সহ-অর্থ সম্পাদক এম শামীম চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক আরমান আহমেদ আজমান প্রমূখ।
সভায় বক্তারা বলেন- শায়েস্তাগঞ্জে কমিটি গঠনের পর থেকে মানবাধিকার কমিশন তৃণমূল মানুষের অধিকার প্রতিষ্ঠায় গতিশীল কাজ করছে। আগামী দিনে আর ব্যাপকভাবে কার্যক্রম পরিচালনা করে যাবে।