স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, বর্তমান সরকারের আমলে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়নের কারণে গ্রামীণ জীবনমানের উন্নতি ঘটেছে।
আওয়ামী লীগ সরকার শহরের সাথে গ্রামের লোকজনের জীবনমানের ব্যবধান কমিয়ে আনতে কাজ করে যাচ্ছে। বিগত ৯ বছরে এই খাতে ব্যাপক সাফল্য অর্জন করেছে এই সরকার। যা স্বাধীনতা পরবর্তী সময়ে কোনো সরকার করতে পারেনি। গত শনিবার লাখাই আর এন্ড এইচ রোড থেকে উচাইল বাজার সড়ক মরোমত ও রক্ষনাবক্ষেন কাজরে উদ্বোধনকালে সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এ সময় হবিগঞ্জ-লাখাইয়ের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে আগামী নির্বাচনেও নৌকা আওয়ামী লীগকে বিজয়ী করার আহবান জানান এমপি আবু জাহির। পরে উপস্থিত স্থানীয় লোকজন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার প্রতিশ্র“তি ব্যক্ত করেন।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক সাবেক চেয়ারম্যান আক্রাম আলী, লুকড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাস, লুকড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রফিক মিয়া, সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুন নূর জাহির, হাজী মিয়া ধন মিয়া, জন উল্লা, ওসমান মিয়া, মনিরুল ইসলাম, ডাঃ লিটন দাশ, আওয়ামী লীগ নেতা ইন্তাজ মিয়া, ডাঃ খালেক, ডাঃ সামছু মিয়া, আব্দুস সহিদ, কদ্দুছ মিয়া, শ্রমিক লীগ নেতা খলিল মিয়া, জলফু মিয়া, এনামূল আখঞ্জী, সেলিম তালুকদার, মোশাহিদ মিয়া, লাউছ মিয়া চৌধুরী, আব্দুল হামিদ, সেলিম তালুকদারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার লোকজন। উপজেলা ইঞ্জিনিয়ার ওবায়দুল বাশার জানান, দেড় কিলোমিটার এই রাস্তাটি নির্মাণে ব্যয় হচ্ছে ৭০ লাখ টাকা।