হবিগঞ্জ প্রতিনিধি : ‘বই পড়ি, স্বদেশ গড়ি’ শ্লোগানকে সামনে রেখে হবিগঞ্জে এই প্রথমবারের মতো ৫ ফেব্র“য়ারী জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকাল থেকে দুপুরে হবিগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগার ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে র্যালি, আলোচনা সভা এবং বই পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে নিমতলা থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজন করা হয় আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল এর সভাপতিত্বে এবং জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনীষ চাকমা। বক্তৃতা করেন কবি ও সাহিত্যিক তাহমিনা বেগম গিনি এবং ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জের উপ পরিচালক মহসিন খান ও জেলা গণগ্রন্থাগারের লাইব্রেরীয়ান সাইফুল ইসলাম। পরে প্রধান অতিথি বই পাঠ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৫০ জনের মধ্যে বাছাই শেষে বিজয়ী ৩ জনের মাঝে পুরস্কার বিতরণ করেন।