ডেস্ক : চট্টগ্রাম টেস্টে শেষ দিন ম্যাচের হার এড়াতে ফের ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। যেখানে খেলার পঞ্চম দিন ১১৯ রানে পিছিয়ে রয়েছে। আর চতুর্থ দিন শেষে ৮১ রানে টডঅর্ডারের তিন উইকেট হারিয়েছিল স্বাগতিকরা।
ব্যাটিংয়ে নেমেছেন মুমিনুল হক ও লিটন দাশ।
বাংলাদেশ প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৫১৩ করে। জবাবে চতুর্থ দিন ৯ উইকেট হারানো শ্রীলঙ্কা ৭১৩ রানের নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে। যেখানে ২০০ রানের লিড পায় সফরকারীরা।