নিজস্ব প্রতিনিধি : বানিয়াচং উপজেলার ইসলামপুর গ্রামে গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গত শুক্রবার গভীররাতে বানিয়াচং থানার এসআই ওমর ফারুকের নেতৃত্বে একদল পুলিশ ইসলামপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকরা হল ওই গ্রামের মৃত খুর্শেদ আলীর পুত্র সদ্দর হোসেন (৫০) ও তার স্ত্রী জাহেদা খাতুন (৪০)।
এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রী শায়েস্তাগঞ্জের মহলুল সুনাম গ্রামের এক ব্যক্তির নিকট থেকে মাদক এনে বিক্রি করতো। গতকাল শনিবার বিকেলে তাদেরকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।