হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার নবীগঞ্জে যাত্রীবাহি বাসের সিলিন্ডার বিষ্ফোরণে বাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছেন অন্তত আরও ১০জন শুক্রবার ভোররাতে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাস চালকের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোররাতে ঢাকা থেকে সিরেটগামী একটি যাত্রীবাহি বাসের পেছনে একটি দ্রুতগতির ট্রাক ধাক্কায় দেয়। এতে বাসটি রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে। সাথে সাথে বাসের গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ হলে সম্পূর্ণ বাসে আগুন লেগে যায়। এ ঘটনায় অন্তত ১০ যাত্রী অগ্নিদগ্ধ হন। পরে খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনেন। এ সময় বাস থেকে চালকের পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করে পুলিশ। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানি মেডিকেলে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে শেরপুর হাইওয়ে থানার ওসি বিমল চন্দ্র ভৌমিক জানান, বাসের পেছনে ট্রাকটি ধাক্কা দেওয়ায় বাসের সিলিন্ডার বিষ্ফোরণ হয়। এ সময় যাত্রীরা নেমে গেলেও বাসের সামনের দিক ভেঙ্গে চালকের পা আটকে যায়। ফলে তিনি বাস থেকে নামতে পারেননি।
তিনি বলেন- আমরা চালকের পুড়ে যাওয়া দেহ উদ্ধার করেছি। তবে এখন পর্যন্ত তার পরিচয় জানা যায়নি।