নবীগঞ্জ((হবিগঞ্জ)প্রতিনিধি
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের প্রভাবশালী আলীম উদ্দিন বিরুদ্ধে লন্ডন প্রবাসীর ভুমি জবর দখল, প্রাণনাশের হুমকী ও নির্যাতনের অভিযোগ এনে সাংবাদিক সম্মেলন করেছেন লন্ডন প্রবাসীর জামাতা আবুল কালাম আজাদ। তার বাড়ি একই ইউনিয়নের দীঘিরপাড় গ্রামে। এ সময় লন্ডন প্রবাসী শাশুরী উপস্থিত ছিলেন। নবীগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, একই এলাকার প্রভাবশালী আলীম উদ্দিন দীর্ঘদিন ধরে আবুল কালাম আজাদের মামা ও শশুড় লন্ডন প্রবাসী মরহুম হাছিব উল্লার বিশাল সম্পত্তি গ্রাস করার জন্য নানা ষড়যন্ত্র করে আসছিল। হাছিব উল্লা মারা যাওয়ার পর এবং শাশুড়ী আঙ্গুরা খাতুনসহ পরিবারের অন্যান্য সদস্য লন্ডনে অবস্থান করায় তাদের ভু-সম্পত্তি দেখা শুনার জন্য তার উপর লিখিত ভাবে ক্ষমতা অর্পন করেন। ক্ষমতা প্রাপ্ত হয়ে আবুল কালাম আজাদ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার খানপুর মৌজা ও নবীগঞ্জের মোস্তফাপুর মৌজার মোট ৪ একর ৮ শতক ভুমি ভোগ দখল করে আসছিলেন। কিন্তু বিগত ২৮ ফের্রুয়ারী শনিবার সকাল সাড়ে ৯ ঘটিকার দিকে উক্ত প্রভাবশালী দুর্দান্ত আলীম উদ্দিন দেশীয় অস্ত্রসহ তার ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে প্রবাসীর মালিকানা ও দখলীয় ভুমি খানপুর মৌজাস্থ ৪৫৭৫নং দাগের জায়গায় বালু ফেলে জবর দখল করার চেষ্টা করে। খবর পেয়ে তিনি এলাকার মুরুব্বীয়ানদের নিয়ে বাধা প্রদান করলে উক্ত আলীম উদ্দিন ও তার ভাড়াটিয়া সন্ত্রাসীরা আবুল কালাম ও তার লোকজনের উপর হামলা চালিয়ে ব্যাপক মারপিট করে। উক্ত হামলায় ধারালো অস্ত্রের আঘাতে তাদের প্রায় ১০/১২ লোক গুরুতর আহত হয়। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এরমধ্যে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত তার ফুফুতো ভাই জয়নাল আবেদীনকে আশংখ্যা জনক অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিলেট থেকে ঢাকা স্কয়ার হাসপাতালে স্থানান্তর করেন । সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। অপর আহত তার মামাতো ভাই গিয়াস উদ্দিন বর্তমানে স্কয়ার হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ঘটনায় আবুল কালাম আজাদ বাদী হয়ে ২৯ জনের নাম উল্লেখ্য করে আরো অজ্ঞাতনামা ১০/১৫ জনকে আসামী করে জগন্নাথপুর থানায় একটি মামলা নং ০২ তাং ২/০৩/১৫ইং দায়ের করেন। মামলা করার পর থেকে উক্ত আলীম উদ্দিন ও তার বাহিনী আরো বেপরোয়া হয়ে উঠে। তার প্রাণনাশের হুমকীর কারনে দেশে অবস্থানরত তার শাশুরী লন্ডন প্রবাসী আঙ্গুরা খাতুনসহ আবুল কালাম আজাদের পরিবার ও স্বজনরা চরম ভাবে অতিষ্ট ও নিরাপত্তহীনতায় ভোগছেন বলে সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ করেন। এছাড়া দুর্দান্ত আলীম উদ্দিন আবুল কালাম আজাদকে মোবাইল ফোনে হত্যার হুমকী দেয়ায় তিনি চরম আতংকের মধ্যে জীবন যাপন করছেন বলেও অভিযোগ করেন। এছাড়া তার ফুফুতো ভাই নিহত জয়নাল আবেদীনের ঘাতকদের গ্রেফতার ও ফাসিঁ দাবী করে, তিনি বলেন, আলীম উদ্দিন ও তার সন্ত্রাসী বাহিনীর হাত থেকে তার লন্ডন প্রবাসী শাশুরীসহ পরিবার-পরিজনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। উক্ত সাংবাদিক সম্মেলনে আবুল কালাম আজাদ ছাড়াও অন্যানের মধ্যে তার লন্ডন প্রবাসী শাশুরী আঙ্গুরা খাতুন উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবান দেন তারা। এ সময় লন্ডন প্রবাসী আঙ্গুরা খাতুন বলেন, এদেশে আমাদের জানমালের নিরাপত্তা দেয়ার দায়িত্ব সরকারের। তাই সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এক প্রবাসী হিসেবে অনুরুধ আমার ও আমার পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করুন।