বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে এসএসসি ও দাখিল পরীক্ষা সুষ্ঠু, সুন্দর, সুশৃংখল ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন।
আজ (০১ ফেব্র“য়ারি) বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি এ অভিমত ব্যক্ত করেন। এ সময় তিনি কেন্দ্রে দায়িত্বরতদের শতভাগ দায়িত্ব পালনের নির্দেশ দেন। পরিদর্শনে সাথে ছিলেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আমজাদ হোসেন ও সাংবাদিক মনিরুল ইসলাম শামিম।
এ বছরের এসএসসির প্রথম দিনের বাংলা পরীক্ষায় উপজেলার ১৬২১ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬১৮ জন উপস্থিত ও ৩ জন অনুপস্থিত ছিল। তন্মধ্যে উপজেলার দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন মডেল হাই স্কুল কেন্দ্রে পুটিজুরী এসসি উচ্চ বিদ্যালয়, ফয়জাবাদ উচ্চ বিদ্যালয়, ছদরুল হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়, স্বস্তিপুর বালিকা উচ্চ বিদ্যালয়, মানব কল্যাণ উচ্চ বিদ্যালয় ও জগতপুর উচ্চ বিদ্যালয়ের ১২০৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১২০১ জন উপস্থিত ও ২ জন অনুপস্থিত ছিল। ছদরুল হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন মডেল হাই স্কুল, ফতেহপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ও বিসি উচ্চ বিদ্যালয়ের ৪১১ জন, মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয় ও আদর্শ বিদ্যানিকেত ভুলকোটের ২৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩৮ উপস্থিত ও ১ জন অনুপস্থিত ছিল। ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শাহজালাল উচ্চ বিদ্যালয় ও মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ১৭৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
এছাড়াও দাখিল পরীক্ষার প্রথম দিনের কোরআন মাজিদ ও তাজবিদ পরীক্ষায় বাহুবল কলেজ কেন্দ্রে উপজেলার ২৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২৭১ জন উপস্থিত ও ২ জন অনুপস্থিত ছিল।