শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :- দৈনিক যুগান্তরের ১৯ বছরে পদার্পন উপলক্ষে শায়েস্তাগঞ্জে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিং এরিয়া থেকে আনন্দ শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক যুগান্তরের শায়েস্তাগঞ্জ প্রতিনিধি কামরুজ্জামান আল রিয়াদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া।
বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ পৌরসভার কাউন্সিলর মোঃ আব্দুল জলিল, কাউন্সিলর খায়রুল আলম, সাবেক প্যানেল মেয়র মোঃ রাহেল মিয়া সরদার, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক জালাল উদ্দিন রুমি, শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক জামাল আহমেদ দুলাল, সাবেক কাউন্সিলর মোঃ রজব আলী, সৈয়দ এবাদুল হক শাহীন, সুধাংশু দেব, রনদা প্রসাদ রায়, সেন্টু রায়, মোঃ উসমান আলী মিনু, মোঃ মালেক মিয়া, আব্দুল্লাহ আল মামুন, বিশিষ্ট ব্যবসায়ী হাবিব উল্লা শাহীন, বিলাল আহমেদ, শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জুনায়েদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক জাহেদ মিয়া, করিম হুসেন সেলিম, পৌর ছাত্রদলের আহবায়ক আবু সুফিয়ান পারভেজ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বেলাল মিয়া, মোঃ শাহীন মিয়া, সৈয়দ আরিফ আহমেদ, স্বপন শুল্ক বৈদ্য, সাজ্জাদ আলী শুভ প্রমুখ।