প্রেস নিউজ : নবীগঞ্জ নিউজের বার্তা সম্পাদক ও নবীগঞ্জ প্রেস ক্লাবের সদস্য,দৈনিক বিজয়ের প্রতিধ্বনি ও দৈনিক শায়েস্তাগঞ্জ এর নবীগঞ্জ প্রতিনিধি মতিউর রহমান মুন্নার দাদী, মোছাঃ আল্লাদি বেগম বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে কায়স্থগ্রাম নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন..(ইন্নালিল্লাহি..রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর। মরহুমা কায়স্থগ্রামের বিশিষ্ট মুরব্বি মরহুম ছোয়াব উল্লার স্ত্রী ও গ্রীস প্রবাসী সফিক মিয়ার মা।
-এক বিবৃতিতে নবীগঞ্জ নিউজ ও নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্যরা এবং দৈনিক শায়েস্তাগঞ্জ এর পরিবার শোক প্রকাশ করেছেন এবং মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।