বিনোদন ডেস্ক : বলিউডে যেন বিবাহ-বিচ্ছেদের মৌসুম চলছে। একের পর এক ভেঙে যাচ্ছে দীর্ঘদিনের গড়ে তোলা তারকাদের ঘর। কিছুদিন আগে হৃতিক-সুজানের ১৪ বছরের বিবাহিত জীবনের ইতি ঘটে। বলিউডের এই বিবাহ-বিচ্ছেদের রেশ কাটতে না কাটতেই সমপ্রতি ২৪ বছরের বিবাহিত জীবনের সমাপ্তি ঘটাতে আদালতে হাজির হয়েছেন আরও এক তারকা দম্পতি প্রিয়দর্শন ও লিসি। আর এবার অন্য অনেক তারকার মতই এবার ঘর ভাঙতে চলেছে পূজা ভাটেরও। মহেশ ভাট কন্যা পূজা নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর জানিয়েছেন।
পূজা জানান, স্বামী মনীশ মুখার্জি ও তিনি ১১ বছরের বৈবাহিক সম্পর্কের অবসান ঘটাতে চান। সিদ্ধান্ত নিয়েছেন অচিরেই ডিভোর্সের মাধ্যমে তা করবেন তারা। গতকাল সকালে টুইটারে পূজা তার এ সিদ্ধান্ত নিয়ে লিখেছেন, ‘আমি আর আমার স্বামী মুন্না আমাদের ১১ বছরের বৈবাহিক জীবন থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছি।’
উল্লেখ্য যে, ২০০৩ সালে সাত পাঁকে বাঁধা পড়েছিলেন পূজা আর মনীষ। কিছুদিন ধরে তাদের বনিবনা না হওয়ার খরব শোনা যাচ্ছিল। আর এবার পূজা সোজাসুজি টুইটারে জানিয়ে দিলেন, তিনি ও তার স্বামী তাদের সম্পর্কের অবসান চান।