এম এস জিলানী আখনজী, চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ঐতিহ্যবাহী সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ২৭’শে জানুয়ারী রোজ শনিবার বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে উৎসব মূখর পরিবেশে অনুষ্টিত হয় ।
দিনব্যাপি ক্রীড়া প্রতিযোগিতায় এসএসসি পরীক্ষার্থীসহ অন্যান্য ছাত্র-ছাত্রীরা অংশ নেয়।
প্রতিযোগিতা শেষে বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ক্রীড়া শিক্ষক জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ বদিউজ্জামান। এতে প্রধান অতিথি ছিলেন আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু।
বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রঃ শিঃ মোঃ রফিকুল ইসলাম। সহকারী শিক্ষক আবুল কাশেম, মোঃ আবু ইসাক চৌধুরী, মোঃ আরজু মিয়া, সুনিল সিং, মাহদী মর্তুজা, হাফিজ তালুকদার, ইউপি সদস্যা শাফিয়া আক্তার, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক হোসাইন মোহাম্মদ আল আমিনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। উল্লেখ্য যে, উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগি ছিল, এর মধ্যে আকর্ষনীয় ছিল “যেমন খুশি তেমন সাজ”।