মনিরুল ইসলাম শামিম, বাহুবল থেকে: বাহুবলে ‘সামাজিক অবক্ষয়, আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে বক্তারা বলেন, একবিশ শতাব্দিতে এসে আমাদের জীবন যাত্রার গতি বাড়ার সাথে সাথে সর্বত্র বেড়ে গেছে অস্থিরতা। কোথাও স্বাভাবিক বলে কিছু নেই, নেই শান্তি-স্বস্থি। এর মূলে রয়েছে সামাজিক অবক্ষয়। সামাজিক সচেতনতা সৃষ্টি, ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা, আইনের শাসন কায়েম ও সুশিক্ষা বিস্তারের মাধ্যমেই এ অবক্ষয় রোধ করা সম্ভব।
বৃহস্পতিবার বাহুবল মডেল প্রেস ক্লাবের উদ্যোগে উপজেলা সভাকক্ষে দিনব্যাপি অনুষ্ঠিত সেমিনারে বক্তাগণ এ কথা বলেছেন। ক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূরের সভাপতিত্বে সহ-সভাপতি পংকজ কান্তি গোপ টিটুর সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মিরপুর আলিফ-সোবহান চৌধুরী কলেজের সহকারি অধ্যাপক ও রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রধান মোঃ ফজলুর রহমান।
আলোচনায় অংশগ্রহণ করেন বাহুবল উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসিম উদ্দিন, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, থানা বিএনপির সভাপতি আলহাজ্ব আকাদ্দছ মিয়া বাবুল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আবুল হোসেন, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ আব্দুল বারি আনসারী, চলিতাতলা মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল খালেক, বাহুবল কলেজের অধ্যক্ষ আবদুর রব শাহিন, সিলেট এমসি কলেজের সহকারি অধ্যাপক আব্দুল খালেক, বাহুবল বাজার মসজিদের ইমাম মুফতি মাওলানা তাজুল ইসলাম, বাহুবল কাসিমুল উলুম মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আজিজুর রহমান মানিক, পুটিজুরী ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন তারা মিয়া, সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুর রেজ্জাক, পুটিজুরী এসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানু প্রিয় চক্রবর্তী, হাফিজপুর মহিলা মাদরাসার সুপার আবু তৈয়ীব মোঃ নজীব, ডিএনআই মডেল হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক মোঃ ইসহাক মিয়া, পশ্চিম ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ ভট্টাচার্য্য, খরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফার ইয়াছমিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, ডিএনআই মডেল হাই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য অলিউর রহমান অলি, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আফসানা আনজুম, সিনিয়র সাংবাদিক নূরুল ইসলাম মনি,বাহুবল মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম. শামছুদ্দিম, দৈনিক ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার অভিজিৎ ভট্টাচার্য্য, কিশলয় জুনিয়র হাই স্কুলের অধ্যক্ষ জামাল আহমেদ, ইউপি মেম্বার আলফা বেগম ও শ্রী কুমার কৈরী প্রমুখ। উল্লেখ্য, সেমিনারের স্পন্সর হিসেবে ছিল মিরপুর সানশাইন প্রি ক্যাডেট এন্ড হাই স্কুল।