সৈয়দ আখলাক উদ্দিন মনসুর শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : ৪ঠা ফেব্রুয়ারী ঐতিহ্যবাহী খান্দুরা সাঈয়িদিয়া দরবার শরীফে বাদ আছর হতে সারা রাত্র পর্যন্ত ১৪৮ তম বাৎসরিক ওরস শুরু হচ্ছে।
বি-বাড়িয়া জেলার নাসির নগর উপজেলার খান্দুরা দরবার শরীফের পীর সৈয়দ রফিকুল হোসাইন রফিক সাহেব জানান, প্রতি বছরের ন্যায় এবারো সুষ্ট ভাবে পবিত্র ওরস মোবারক সম্পন্ন করার জন্য প্রস্ততি চলছে।
ঐ উপলক্ষে আওলাদে রাসুল হযরত শাহ সৈয়দ সুলতানে অলি নাজীবুল হোসাইন (রাঃ) ওরফে জলফু মিয়া সাহেব অলি স্মরণে পবিত্র ওরস মোবারক অনুষ্ঠিত হবে।
এদিকে দেশের বিভিন্ন স্থান হতে মানত করা ৩ শতাধিক গরু, মহিষ ও ছাগল নিয়ে খান্দুরা দরবার শরীফের পীর সাহেব বাড়িতে নিয়ে যায়। সেখানে পশু গুলো জবাই করে পবিত্র ওরস পালন করে থাকেন লক্ষাধিক মুরিদান, আশেকান ভক্ত বৃন্দ। উক্ত পবিত্র ওরস মোবারক সফল করার লক্ষে মুরিদান ও আশেকান ভক্ত বৃন্দদের আখেরী মোনাজাতে অংশ গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন খান্দুরা উত্তর হাবেলীর পীরে কামেল সৈয়দ মুজিবুল হোসাইন লিটন সাহেব।