চুনারুঘাট প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। সভায় জঙ্গি ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার পাশাপাশি অপরাধী এবং ওয়ারেন্টের আসামি গ্রেপ্তারে আরো তৎপর হতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।
গতকাল বুধবার সকাল ১০টায় চুনারুঘাট উপজেলার রেমা চা বাগানের মনোরম পরিবেশে পুলিশ সুপার বিধান ত্রিপুরা সভায় সভাপতিত্ব করেন।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান এর আয়োজনে উপস্থিত ছিলেন সিআইডির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা,শৈলেন চাকমা,সিনিয়র সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল)এসএম রাজু আহমেদ,সহকারী পুলিশ সুপার (ইন সার্ভিস) নাসিম উদ্দিন,ডিআইও মাহবুবুর রহমান,ওসি ডিবি মো.শাহ আলম, আরওআই নুরুল ইসলাম,পিবিআই ইনচার্জ হেলাল উদ্দিন,ওসি সদর মো.ইয়াছিন,ওসি বানিয়াচং মোজাম্মেল হোসেন,ওসি আজমেরীগঞ্জ ইকবাল হোসেন,ওসি হাইওয়ে জসিম উদ্দিন,ওসি লাখাই,ওসি বাহুবল,ওসি নবীগঞ্জ, ওসি মাধবপুর ও টিআই (মাধবপুর জোন ফারুক আল মামুন ভুইয়া, চুনারুঘাট থানার সেকেন্ড অফিসার ওমর ফারুক সহ জেলা পুলিশের গুরুত্ববহ ২৩ জন কর্মকর্তা।সভা শেষে বেলা ৩ টায় কর্মকর্তারা বোফে লাঞ্চে অংশ নেন।
পরে চা বাগান ও রেমা কালেঙ্গা অভয়ারণ্যে ভিন্ন জাতের শুকুন দেখতে যান।প্রাকৃতিক মনোরম পরিবেশে এত সুন্দর একটি সভা আয়োজনের জন্য পুলিশ সুপার বিধান ত্রিপুরা সন্তোষ প্রকাশ করেন এবং চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান ও রেমা চা বাগানের ম্যানেজার বাবু নির্মল চন্দ্র দেব কে ধন্যবাদ জানান।