বাহুবল প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলার হাফিজপুর গ্রামবাসী ও সিএনজি শ্রমিকের সংঘর্ষে কমপক্ষে ৩০জন আহত হয়েছেন। আহত বেশ কয়েক জনকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মিরপুর শ্রমিক সংঘটনের একটি সিএনজি ঢাকা-সিলেট মহাসড়কের হাফিজপুর স্ট্যান্ডে যাত্রী নামানোর সময় মাটি বোঝাই একটি ট্রাক্টর মহাসড়ক থেকে গ্রামের রাস্তা দিয়ে প্রবেশ করতে গেলে সিএনজি চালক ও ট্রাক্টর চালকের মধ্যে বাকবিতম্ভা হয়। এক পর্যায়ে স্ট্যান্ডের পাশে দোকান থেকে এসে কয়েক স্থানীয় জনতা সিএনজি চালকের সংঘর্ষ বাধে।এসময় গ্রামবাসী ৪টি সিএনজি ভাংচুর করে। সংঘর্ষ ও ভাংচুরের খবর মিরপুর পৌঁছলে শ্রমিকরা উত্তেজিত হয়ে ঘটনাস্থলে গেলে গ্রামবাসীর সাথে ঘন্টাব্যাপি রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।
খবর পেয়ে বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) আব্দুর রহমান এর নেতৃত্বে একদল পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সংঘর্ষে অন্তঃসত্ত্বা নাজমা বেগম (৩০), জালাল মিয়া (৩৫), রিমা (১৮), শামিম (২৮) সহ অন্তত ৩০ জন আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।