বিশেষ প্রতিনিধি : দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত আল-আমিন কে হবিগঞ্জ ইউনিটি সংযুক্ত আরব আমিরাতের অনুদান প্রদান।
হাজী সায়েদ আলী সভাপত্বিতে এবং শেখ এমরান উল্লাহর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন-ইঞ্জিঃ কামরুল হাসান।
বিশেষ অতিথি- মো:কাজল মিয়া, আবু লাইচ,এম এম তারেক,ফারুক মিয়া, হারুনুর রসিদ রংগু, মামুন আহমেদ, মানিক মিয়া,লিমন চৌধুরী,সুহেল আহমেদ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, ইমাদ উদ্দিন, জুনায়েদ, মুহিবুর রাহমান মুহিদ, সুজন, দরবেশ, মিটুন খাঁনন, শিবলু প্রমুখ। আল-আমিন কে হবিগঞ্জ ইউনিটির পক্ষ থেকে ৯০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।