স্টাফ রিপোর্টর ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন গণতান্ত্রিক দেশে যে কেউ খুন হলে তার বিচার হয়। কিন্তু জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনীদের বিচারের মুখোমুখি হওয়া থেকে রক্ষা করেছিলেন। তার কর্মকান্ডেই প্রমাণ করে জিয়াউর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে জড়িত।
হবিগঞ্জে মেডিকেল কলেজকে ‘শেখ হাসিনা মেডিকেল কলেজ’ নামকরণ করায় রবিবার বিকালে সদর উপজেলার বৃহত্তর সুলতানশী এলাকাবাসীর পক্ষ থেকে তাকে দেওয়া এক বিশাল গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরো বলেন, দেশের উন্নয়নে আওয়ামী লীগের অবদান অনস্বীকার্য। আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে, আর উন্নয়ন যা হয়েছে তা কেবল আওয়ামী লীগের আমলেই হয়েছে। এ দল ক্ষমতায় এলে বাংলাদেশের জনগণ অনেক কিছু পায়। আওয়ামী লীগ রাজনীতি করে জনগণের জন্য।
তিনি আরো বলেন, বিএনপি’র আমলে দেশের মানুষ ক্ষুদ্র ঋণ গ্রহণ করতো। আর দেশরতœ শেখ হাসিনা ক্ষুদ্র ঋণের পরিবর্তে ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা করে দিয়েছেন। এখন দেশে কোনো মানুষ না খেয়ে থাকে না। নিম্ন আয়ের মানুষকেও সঞ্চয়ের পথ দেখিয়েছে এই সরকার। দেশের জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করতে নিরলস কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। সকল ক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে আমরা দেশকে নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত করেছি। আগামীদিনে আওয়ামী লীগ দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করবে ইনশাল্লাহ।
বৃহত্তর সুলতানশী’র সরদার মোঃ ইয়াছিন উল্লার সভাপতিত্বে ও লস্করপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ আকবর আলীর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব মোঃ আরব আলী, জেলা আওয়ামী লীগ সদস্য সৈয়দ আফজাল আলী দুদু মিয়া, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট আব্দুল আহাদ ফারুক, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, ইংল্যান্ড প্রবাসী গউছ মিয়া, লস্করপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান হিরো, সাবেক চেয়ারম্যান আমজাদ আলী, বিশিষ্ট মুরুব্বী আব্দুল মালেক, নবাব মিয়া, ইউপি মেম্বার ফুল মিয়া, আব্দুর রাজ্জাক, বাদশা মিয়া, সাবেক মেম্বার আব্দুল মতিন, ফিরোজ আলী, সৈয়দ আলী, আব্দুল মতিন মাস্টার, আব্দুল মালেক, আব্দুল খালেক, দেওয়ান আলী, রুবেল মিয়া, মধু মিয়া, আকবর মিয়া, আছির মিয়া, রহমত আলী, সুজন মিয়া, রাজু আহমেদ প্রমুখ।