মো. সুমন আলী খাঁন,হবিগঞ্জ প্রতিনিধি ॥ “শেখ হাসিনার অবদান কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ” এই স্লোগানের ভিত্তিতে কেন্দ্রিয় কর্মসুচির অংশ হিসাবে নবীগঞ্জ উপজেলার ৩৫টি কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপি (কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার) চাকুরী জাতীয় করণের দাবীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২য় দিনের মত অবস্থান কর্মসুচি পালন কররেছে।
৩৫টি কমিউনিটি ক্লিনিক বন্ধ রেখে রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও সম্মুকে তারা সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অবস্থান কর্মসুচি পালন করে। এতে সাধারণ জনগন স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সারা দেশের ন্যায় তাদের একদপা এক দাবি চাকুরী জাতীয় করণ। দাবী বাস্তবায়ন না করা পর্যন্ত এই কর্মসুচি চলবে। উল্লেখ্য যে, নবীগঞ্জ উপজেলায় প্রতি মাসে ৪০ হাজার জনসাধারন কমিউনিটি ক্লিনিক থেকে স্বাস্থ্য সেবা নেন।