সুতাং প্রতিনিধি : টান টান উত্তেজনা। রুদ্ধশ্বাস অপেক্ষা। ম্যাচের পরে কে হাঁসবে আর কে কাঁদবে তা নিশ্চিত করে কারোরই জানা ছিল না। কিন্তু শেষ পর্যন্ত বিজয় মুকুট পড়েছে টাইগার বাহিনী। বিশ্বকাপে শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ দল ইতিমধ্যে পৌঁছে গেছে কোয়ার্টার ফাইনালে। ইংল্যান্ডের শেষ উইকেটের পতনের পরপরই সারা দেশের মতো হবিগঞ্জ সদর উপজেলার সুতাং বাছিরগন্জ বাজারে এক আনন্দ মিছিল বের করা হয়।আনন্দ মিছিলের একাংশে বলা হয় রুবেল হ্যাপী বাংলাদেশ হ্যাপী।