চুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাটের বিভিন্ন স্থানে শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন হবিগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরা।
বিকালে চুনারুঘাট উপজেলার পাহাড়ি এলাকা সাতছড়ি ও সন্ধায় ছয়শ্রী (ইকরতলী মন্দির) সহ বেশ কয়েকটি স্থানে এসব শীতবস্ত্র বিতরণ করেন।পুলিশ সুপার বলেন,তীব্র শীতে দেশবাসী কাঁপছে দেখে কি, বসে থাকা যায়।বিশেষ করে শিশুরা ঠান্ডা বাহিত রোগাক্রান্ত হচ্ছে প্রতিনিয়ত।
সবাই যখন কম্বল বিতরণ করেন,তিনি ভিন্নভাবে শিশুদের জন্য সোয়েটার বিতরন করেন।তিনি আগামী ২২ জানুয়ারী কালেঙ্গা পাহাড়ী এলাকায় শীতার্থদের মাঝে সোয়েটার বিতরণ করবেন।
ছয়শ্রী কৃষ্ণ বাবুর মন্দিরের সামনে বাবু নব কুমার সিংহের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ পুর্ব আলোচনা সভায় বিধান ত্রিপুরা বলেন,শুধুমাত্র সরকারী সাহায্যের দিকে চেয়ে না থেকে সমাজের বৃত্তবানদের সামর্থ্যানুযায়ী শীতার্থদের পার্শে দাড়ান।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার( মাধবপুর সার্কেল)এসএম রাজু আহমেদ,চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান,জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো.শাহ আলম,ট্রাফিক পুলিশ ইনচার্জ, ইন্সেপেক্টর মামুন,এসআই মনির,উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও দৈনিক যুগান্তর চুনারুঘাট প্রতিনিধি আবুল কালাম আজাদ,চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু,বাবু অঞ্জন কুমার সিংহ,দুলাল কুমার সিংহ প্রমুখ।