ডেস্ক : ২০২২ সালে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কাতারে। এ উপলক্ষে নয়টি নতুন আন্তর্জাতিকমানের ব্যয়বহুল স্টেডিয়াম নির্মাণ করছে দেশটি। ছয়টি শহরকে গড়ে তোলা হবে নতুন করে। এতে ব্যয় হবে ১৩৪ বিলিয়ন ডলার।
আর এ কাজের জন্য বিনা খরচে বাংলাদেশ থেকে বেসরকারিভাবে লক্ষাধিক শ্রমিক নেবে বলে জানিয়েছে কাতার সরকার। ২০২২ সালে কাতারে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবলের প্রস্তুতির জন্য তাদের এ সব শ্রমিক প্রয়োজন।
গত ফেব্রুয়ারি মাসের ২৩ থেকে ২৬ তারিখ পর্যন্ত প্রবাসীকল্যাণ মন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের টিম কাতার সফর করেছিলেন, আর তারই প্রতিফলন হিসেবে আজ কাতারের বহুল প্রচারিত জাতীয় দৈনিক আলওয়াতানে আগামী ৩ মাসে আরো ৫০ হাজার বাংলাদেশি শ্রমিক আগমনের সংবাদ সম্বলিত ইতিবাচক প্রতিবেদন প্রকাশ করে।
চলতি বছরের প্রথম দুই মাসে কাতার সরকার ৫০ হাজার শ্রমিকের চাহিদাপত্র ও ভিসার অনুমোদন দিয়েছে। বাকি ১০ মাসে কমপক্ষে আরো দেড়লাখ ভিসা দেবে বলে জানিয়েছে কাতার সরকার। এসব শ্রমিকের কাতার যেতে কোনো খরচ লাগবে না। কর্মীদের কাতার যাওয়া, ভিসা ও অন্যান্য খরচ বহন করবে দেশটির জনশক্তি আমদানিকারকরা। তবে পাসপোর্ট ও অন্যান্য বাবদ ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ হবে বাংলাদেশি কর্মীদের।
উল্ল্যেখ্য, কাতারের আয়তন মাত্র ১১ হাজার ৫৭১ বর্গকিলোমিটার। জনসংখ্যা মাত্র ২১ লাখ আর দেশটিতে মোট জনসংখ্যার প্রায় অর্ধেক ১০ লাখ বিদেশি শ্রমিক কাজ করেন, যার মধ্যে প্রায় ২ লাখই বাংলাদেশি।