নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ৫/৬ নং বাজারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা পাহাড়াদারকে বেঁধে রেখে চারটি ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি করেছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ভোরে রাতে এ ঘটনা ঘটে।
জানা যায়, প্রতিদিনের মতো বুধবার রাতে নিজেদের দোকান বন্ধ করে বাড়ি চলে যান তারা। গভীররাতে একদল ডাকাত বাজারের পাহাড়াদার বিকাশ রঞ্জনকে মারধর করে বেঁধে রেখে চার দোকানে হানা দেয়।
ডাকাতরা এসময় হারুনুর রশিদের ফ্লেক্সিলোডের দোকান থেকে পাঁচটি মোবাইল ফোন এবং সুলেমান আখঞ্জী, হান্নান আহমেদ ও মনছুর বশির মিয়ার ভ্যারাইটিজ স্টোর থেকে নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালপত্র নিয়ে যায়।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হক জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।