বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: বাহুবল উপজেলাকে মাদক মুক্ত করার উদ্যোগ নিচ্ছে প্রশাসন। সদর ইউনিয়ন দিয়েই এ কার্যক্রম শুরু করার পরিকল্পনা করা হচ্ছে। বৃহস্পতিবার উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে উপস্থিত সদস্যরা এ তথ্য দিয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা সভা কক্ষে কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম, মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আবুল হোসেন, বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, ইউপি চেয়ারম্যান সামছুদ্দিন তারা মিয়া, শাহ আবদাল মিয়া, আজমল হোসেন চৌধুরী, হাবিবুর রহমান চৌধুরী টেনু, কামরুজ্জামান বশির, সাইফুদ্দিন, ফেরদৌস আলম, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সোহেল আহমেদ কুটি, বাজার মসজিদের ইমাম মুফতি মাওলানা তাজুল ইসলাম, সমাজসেবা অফিসার নুসরাত ই এলাহী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হামিদ, বাহুবল কলেজের অধ্যক্ষ আবদুর রব শাহীন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নীহার রঞ্জন দেব প্রমুখ।