হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরে চেকপোষ্ট বসিয়ে মোটর সাইকেল তল্লাশী শুরু হয়েছে। সোমবার বিকেলে সদর থানার সামনে এসআই ইকবাল বাহারের নেতৃত্বে একদল পুলিশ চেকপোষ্ট বসিয়ে তল্লাশী শুরু করে।
এসময় অর্ধ শতাধিক মোটর সাইকেল আটক করা হয় এবং একটি মামলা দেয়া হয়। পরে সন্ধ্যায় কাগজপত্র যাচাই করে ১টি রেখে বাকীগুলো ছেড়ে দেয়া হয়।
পুলিশ জানায়, এ অভিযান অব্যাহত থাকবে। এব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না।