ষ্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং বাছিরগঞ্জ বাজারে চামড়া ব্যবসায়ী সাবেক ইউপি মেম্বার আব্দুল সাত্তারের চামড়ার দোকানে দুধর্ষ চুরি হয়েছে।
জানা যায়, গত ১৪ জানুয়ারী রবিবার রাতে দোকানের বেড়া কেঁটে ভিতরে ডুকে নগদ টাকা,ব্যাংকের চেকবইসহ মালামাল চুরি করে নিয়ে যায় চোর চক্র।
দোকনের মালিক আব্দুল সাত্তার জানান, চোর চক্র গভীর রাতে ছুরি দিয়ে দোকান ঘরের পিছনের বেড়া কেঁটে ভিতরে প্রবেশ করে। দোকানে টেবিলের ড্রয়ারে থাকা নগদ ৬০ হাজার টাকাসহ মালামাল চুরি করে নিয়ে যায়।বেড়া কাটার ছুরি ও উদ্বার করা হয়।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানায় মামলা করবেন বলে দোকান মালিক জানান।গতকাল সোমবার সকালে বাজার কমিটি এ চুরি হওয়া দোকানটি পরিদর্শন করেন।
স্থানীয়দের ধারণামতে চোরচক্রটি বাজারের নিকটস্থ এলাকায়ই বসবাস করে আসছে। এ ঘটনায় বাছিরগঞ্জ বাজারে আতংক বিরাজ করছে।