মোঃ রহমত আলী, হবিগঞ্জ থেকে ॥ হিন্দু ধর্মালম্বীর পৌষ সংক্রান্তি ঘিরে দুই শতাধিক বছরের পুরানো ঐতিহ্যের ধারায় প্রতি বছরে ন্যায় এবারও পইলে বৃহত মাছের মেলা অনুষ্টিত হয়েছে।
হবিগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী জনপদ পইল গ্রামে রোববার (১৪ জানুয়ারী) বর্ণাঢ্য আয়োজনে মাছের মেলায় দশনার্থীদের উপচে পড়া ভীড়ে চলে ক্রেতা বিক্রেতাদের ক্রয় বিক্রয়।
মেলায় বৃহত আকৃতির ৪০ কে,জি ওজনের একটি বাগাইড় মাছ ৪০ হাজার টাকায় বিক্রি হয়েছে। মাছটি ভৈরব থেকে কিনে এনেছেন পৈলগ্রামের মাছ ব্যবসায়ী মোঃ নূর মিয়া। মাছের মেলা এ উপজেলার একটি ঐতিহ্যবাহী সামাজিক অনুষ্ঠান,সকল ধর্মের মানুষ ভেদাবেদ ভুলে এক সাথে মেলার আনন্দ উপভোগ করেণ।
শনিবার (১৩ জানুয়ারী) থেকে মেলার কার্যক্রম যথারিতি শুরু হয়। আকর্ষণীয় মেলা ক্রমান্বয়ে গুটিয়ে সোমবার রাত পেরিয়ে আজ সোমবার সকাল পর্যন্ত চলবে মেলার বেচা-কেনা। এবার মেলায় অংশ নিচ্ছে হবিগঞ্জ ছাড়াও মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও বি-বাড়ীয়া থেকে নানা বয়সী মাছপ্রেমী লোকজন। আর উপভোগ করছেন নারী-পুরুষ, শিশু, বৃদ্ধসহ প্রায় দুই লক্ষাধিক মানুষ।
বড়দের পাশাপাশি শিশু-কিশোরদের আনন্দটা একটু বেশি। প্রতিবছরের ন্যায় এবারও এই পৌষমেলা শুরু হলে বাজারে ভরে ওঠে নানা প্রজাতির মাছ, এর মধ্যে বৃহত আকৃতির বাগাইর, বোয়াল, রুই, কারপু, চিতল, আইড় ও কালিবাউশসহ অন্তত ৪০ প্রজাতির মাছ মেলায় স্থান পেয়েছে। মাছ দেখতেই শুধু আনন্দ নয় বরং মাছ কেনার প্রতিযোগীতার আনন্দটাই যেন আলাদা। আর তা উপভোগ করেন মেলায় আসা হাজার হাজার নারী-পুরুষ।মাছের মেলা হলেও শিশুদের বিনোদনের জন্য যেমন ছিল নানা রকম খেলনা তেমনি ছিল শীতের পিঠাসহ নানাপ্রকার খাবারের সমারোহ। সংশ্লিষ্ট এলাকার মানুষ তাদের পূর্বপরুষের ঐতিহ্যধারাটি লালন করে প্রতিবছর এই মেলার আয়োজন করে ।