চুনারুঘাট প্রতিনিধি ॥‘আসুন শুনি সিলেটের জয়ধ্বনি’ শ্লোগান নিয়ে চুনারুঘাট উপজেলায় দুই দিনব্যাপী সিলেটি উৎসব আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন ধামালী।
শুক্রবার চুনারুঘাট উপজেলা চত্বরে এই উৎসব আয়োজন সমাপ্ত হয়েছে। উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাইজার মোঃ ফারাবী, অধ্যাপক ডাঃ ফারুক খান, হেলিওস হোল্ডিং কোঃ লিঃ এর ডিরেক্টও মোঃ আব্দুল মালেক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাস, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি মোঃ কামরুল ইসলাম প্রমুখ। সমাপনী অনুষ্ঠানে ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, সিলেট মহানগর হাসপাতালের ম্যানাজার মাসুদ অহমেদ, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারী আবুল কালাম আজাদ প্রমুখ। এছাড়ার ধামালীর নিজস্ব শিল্পী নাছিরসহ আরোও অনেকই।
সংগঠনের ধামালীর সভাপতি অ্যাডভোকেট মোস্তাক আহাম্মদ জানান, সিলেটি উৎসবকে সাজানো হয়েছে এই এলাকার নিজস্ব সংস্কৃতিকে তুলে ধরতে। দুইদিন ব্যাপি উৎসবে পরিবেশিত হবে ধামালি নাচ, বৌ নাচ, পুঁথি পাঠ, কিচ্ছা, ঘেটু নাচ, সিলেটি বিয়ের গীত, সিলেটি সংস্কৃতি নিয়ে ফ্যাশন শো, লাঠি নাচ, ঝুমুর নাচ, মনিপুরী নাচ।
তিনি আরও জানান, ১২জন সিলেটি সাধক, বাউল, শিল্পী, গীতিকার ও মরমি কবির গানও পরিবেশন করা হবে উৎসবে। এরা হলেন, শাহ আব্দুল করিম, হাসন রাজা, রাধারমণ, শেখ ভানু, দুরবিন শাহ, শিতালং শাহ, হেমাঙ্গ বিশ্বাস, আরকুম শাহ, ক্বারি আমির উদ্দিন, শেখ ওয়াহিদ, এ কে আনাম ও সুবীর নন্দী।
উৎসবে সিলেট বিভাগের প্রখ্যাত ব্যক্তিবর্গ, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, ক্রীড়াবিদ ও আইনজীবীরা উপস্থিত থাকবেন এবং সংবর্ধিত হয়েছে।