নিজস্ব প্রতিনিধি: বাহুবলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে গ্রীণ পার্ক স্কুল এন্ড কলেজ।
শুক্রবার সকালে স্কুলের সূচনা উপলক্ষে এক মতবিনিয়ম সভায় উদ্যোক্তা ও শিক্ষকগণ এ প্রত্যয় ব্যক্ত করেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ ইসহাক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুল বারী আনসারী, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রেজ্জাক ও শাহ আহমেদ আওলাদ, বাহুবল বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি এমএ জলিল তালুকদার, গ্রীণ পার্ক স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস, ছদরুল হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নোমান, মোঃ আরজু মিয়া, বাংলাদেশ বেতার সিলেট-এর উপ-পরিচালক আব্দুল হক, ওয়ান ব্যাংক কর্মকর্তা আব্দুল আজিজ, সহকারী অধ্যাপক আব্দুল আউয়াল আনসারী ও নবীগঞ্জ পৌরসভার প্রকৌশলী শহীদুল হক প্রমুখ।