নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ পৌর শহরের বেস্ট অব শাখা বরাক স্পোটিং ক্লাবের খেলোয়াড়দের হাতে এক সেট জার্সি তোলে দিয়েছেন নবীগঞ্জ পৌর সভার প্যানেল মেয়র-১ ও আওয়ামীলীগ নেতা এটিএম সালাম।
মঙ্গলবার সন্ধ্যায় প্যানেল মেয়র’র কার্যালয়ে ক্লাব অধিনায়ক নুরুল হকের হাতে উক্ত জার্সি প্রদান করা হয়েছে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর ও যুবলীগৈর যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, ক্লাব সদস্য রিন্টু মিয়া, তুহেল আহমদ, লিপটন আহমদ, মহসিন মিয়া, রাজিব ও পারভেজ প্রমূখ।
এ সময় প্যানেল মেয়র-১ এটিএম সালাম বলেছেন, বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি খেলাধুলায়ও অধিক গুরুত্ব দিয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে খেলাধুলার মানোন্নয়নে মিনি স্ট্যাডিয়াম নির্মাণ করা হচ্ছে। আগামী নির্বাচনে দেশরত্ব শেখ হাসিনা’র হাতকে শক্তিশালী করতে নৌকা প্রতিকে ভোট দেয়ার আহ্বান জানান।