চুনারুঘাট(হবিগঞ্জ)প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় হঠাৎ আবহাওয়া পরিবর্তন হওয়ায় শীত ঝেঁকে বসেছে। এই শীতের কারণে পৌরশহর সহ উপজেলার বিভিন্ন হাটবাজার গুলোতে দেখা যাচ্ছে শীতের কাপড় বিক্রির ধুম। বেলা বাড়ার সাথেই নিম্ন আয়ের মানুষেরা ভীড় করছেন ফুটপাতের দোকান গুলোতে। পাশাপাশি বিপনী বিতানগুলোতেও দেখা গেছে শীতের কাপড় ক্রয় করতে।
পৌরশহরের বিপনী বিতানগুলোতে আলাপ করে জানা গেছে, এবার শীত শুরুতেই শীতের কাপড়ের চাহিদা কম ছিল। ৩/৪ দিন যাবত হঠাৎ ঘন শৈত্যপ্রবাহের কারণে শীতের কাপড়ের চাহিদা কিছুটা বাড়ছে। কিন্তু ঘন শৈত্যপ্রবাহের কারণে কর্মজীবী মানুষেরা হাটবাজারে আসলেও প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বাহির হচ্ছেন না।
৮ জানুয়ারী সোমবার পৌরশহরের ফুটপাতের দোকান গুলোতে গুড়ে দেখা যায়, বেলা বাড়ার সাথে সাথেই ফুটপাতের দোকান গুলোতে জমে উঠছে পুরাতন কাপড় বিক্রির ধুম। পুরাতন কাপড় ক্রয় করতে আসা রিক্সা চালক নাজমুল ইসলাম জানান, আমি নিম্ন আয়ের মানুষ, ফুটপাতে বসা কয়েকটি কাপড়ের দোকান গুড়ে আমার জন্য ১৫০ টাকা দিয়ে একটি শীতের কাপড় ক্রয় করেছি। এবং আমার দুই সন্তানের জন্য দুইটি শীতের কাপড় ক্রয় করে নিয়ে যাচ্ছি। এবছর এগুলো শীতের কাপড় দিয়ে শীত নিবারণ হয়ে যাবে।
পুরাতন কাপড় বিক্রেতা নাজিম মিয়া, সৈকত মিয়া, রজব আলী জানান, আমারা শীত সিজন এলেই শীতের কাপড় ক্রয় করে এনে ফুটপাতে শীতের কাপড় বিক্রি করি। শীতের কাপড় বিক্রি করে নিয়মিত ৩শ থেকে ৪শ টাকা আয় করতে পারি। তা দিয়েই আমাদের সংসার খরচ হয়ে যায়।