শায়েস্তাগঞ্জ প্রতিনিধি: সরকারের লেলিয়ে দেয়া বাহিনী কর্তৃক ২০ দলীয় জোট নেতাকর্মীদের গুম হত্যা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার প্রতিবাদে ও ডাকা অনির্দিষ্টকালের অবরোধ হরতালের ২য় দিনে শায়েস্তাগঞ্জে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদলসহ ২০ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
৯ই মার্চ সোমবার দুপুর সাড়ে ১২ টায় শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ থেকে মিছিলটি বের হয়ে পুরানবাজার বটতলায় এসে শেষ হয়।
মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর আহমদ জুয়েল, পৌর যুবদলের সভাপতি হাজী আব্দুল মজিদ কাউন্সিলরের , সাধারণ সম্পাদক কামরুল হাসান রিপন বিএনপি নেতা সামছু মিয়া, আব্দুল ওয়াহেদ কেতু, ফরিদ মিয়া, শের আলী, আব্দুস সহিদ, যুবদল নেতা আব্দুল হাই, সবুজ মিয়া,ছাবু মিয়া, সিরাজুল ইসলাম খোকন, শেখ সমুজ আলী, ফাহিন হোসেন, মনিরুল হক, মখলিছুর রহমান, অলিউর রহমান অলি, ফুরুক মিয়া, তাউছ মিয়া, এমদাদুল হক মিলন, জামায়াত নেতা ইয়াছিন খান, রফিকুল ইসলাম, সিরাজ মিয়া, ছাত্রদল নেতা আলআমিন, সোহাগ, নুরআলম, মুন্না, কাউছার আহমেদ, এমরান,শাহাজাহান, প্রমুখ।